কলারোয়ায় উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া-আসার একমাত্র বাইসাইকেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে ঘরের দেয়াল কেটে ও দরজা ভেঙে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের একটি ও কন্যা লিলিমা খাতুনের ব্যবহৃত বাইসাইকেলসহ মোট দুটি চুরি করে নিয়ে যায় চোর।
পরে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলামের প্রচেষ্টায় সন্দেহজনক স্থানীয় ৪ জন বখাটে যুবককে আটক করে তার মধ্যে ১ জনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিকাল সাড়ে ৪টার দিকে এলাকার হরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ঝোপ থেকে ঐ শিক্ষার্থী ও তার পিতার সাইকেল দুটি উদ্ধার হয়।
সাইকেল ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাইকেল মালিকরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]