কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ডিসেম্বর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১২টা ১০মিনিটে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা ৫৫
মিনিটে শেষ হয়। পরীক্ষায় ৩৫০ জন পরীক্ষার্থী আবেদন করলেও ২৬৫ অংশ গ্রহন করেন। এর মধ্যে ২১০জন পরিক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হন।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, হাইস্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুজ্জামান, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, উন্নয়ন পরিষদ (উপ)’র নির্বাহী পরিচালক আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য-উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও বাস্তবায়নে সহযোগি সংস্থা উন্নয়ন পরিষদ (উপ) কলারোয়ায় ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এই ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে নিয়োগ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]