কলারোয়ায় আবারো একদিনেই ৪০ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যার পর এ খবর জানা গেছে।
এর আগে মঙ্গলবার দুপুরে আসা পৃথক আরেকটি রিপোর্টে ১০ জনের করোনা শনাক্ত হয়। তারা দু'দিন আগে নমুনা দিয়েছিলেন।
ফলে মঙ্গলবার একদিনেই (৮ জুন) পৃথক দু'টি রিপোর্ট তালিকায় কলারোয়ার মোট ৩৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (৭ জুন) ৪০ জন বিভিন্ন বয়সী ব্যক্তি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় আসা রিপোর্টে সেই ৪০ জনের মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
বুধবার এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বলে বিশ্বস্ত ওই সূত্রটি জানিয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]