সাতক্ষীরার কলারোয়া পৌরসভাসহ পাশ্বেবর্তী কয়েকটি ইউনিয়নে ব্ওেয়ারিশ একটি কালো পাগলা কুকুরে কামড়ে ১৩জন আহত হয়েছে। গত ১৯ ও ২০ অক্টোবর সকালে ও বিকালে উপজেলার পৌরসদর সহ বিভিন্ন গ্রামে সাধারন মানুষের উপর চটে য্ওায়া পাগলা কুকুরটি একের পর এক কামড়তে থাকে।এই কালো রং ও পাগলা কুকুর দুইদিনে যাকে সামনে পেয়েছে, তাকে কামড়িয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্র সুত্রে জানা যায় এই পর্যন্ত ১৩ জন লোককে কাড়িয়েছে।
স্থানীয় সূত্রে কুকুরে কামড়ে আহতদের এক তথ্যে দেখা যায়, উপজেলার পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের জিয়াউর রহমান,(৪৫), মশিয়ার রহমান,(৫১) ,আব্বাস(৩৫),শামছুর রহমান, ও পাশের লহোকুড়া গ্রামের আশুরা (৪৩), নাসির(২৩)। এরা পাগলা কুকুরে কামড়ানোয় তারা চিকিৎসা নিয়েছেন। আহত অবস্থায় কেউ কেউ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন এবং অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২ জন শিশুকে আহত অবস্থা উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে হাস পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম জানান আহত সবাইকে ভ্যাকসিন গ্রহন করা কথা বলছেন। এদিকে পৌরমেয়র মনিরুজ্জমান বুলবুল গনমাধ্যমকে জানান, আমি খুব দ্রæত পাগলা কুকুরটি নিধনের চেষ্টা করছি। মানুষদের সচেতন থাকতে বলছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে এর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]