কলারোয়ার গয়ড়া বাজারে এসকে ডেকোরেটর এন্ড শাহী মিক্স মসলা ভান্ডার কোম্পানীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের চত্বরে এসকে ডেকোরেটর এন্ড শাহী মিক্স মসলা ভান্ডার নামে ওই কোম্পানির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
সেসময় উপস্থিতি ছিলেন হেকিম বিল্লাল চৌধুরী, ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য অলিয়ার রহমান, কোম্পানির পরিচালক ও মহিষা মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক যুবলীগ নেতা সোহাগ রানা নয়ন।
এসকে ডেকোরেটর এন্ড শাহী মিক্স মসলা ভান্ডার কোম্পানির পণ্য সমূহের মধ্যে রয়েছে এসকে শাহী গুড়া মসলা, এসকে শাহী গুড়া হলুদ, এসকে শাহী গুড়া মরিচ, এসকে শাহী গুড়া ধনিয়া প্রভৃতি। পণ্যগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত (বিডি এস -১০১৭.১০৮৪.৯৯১. h/BD/01/223176) বলে আয়োজকরা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]