কলারোয়ায় নিন্ম আয়ের মানুষের মাঝে ওএমএস'র চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রনোদনা প্যাকেজ এর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সারা দেশের ন্যায় কলারোয়া পৌরসভায় বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ওএমএস'র বিশেষ কার্যক্রম শুরু হয়।
পৌরসভাধীন মুরারীকাটির ওএমএস'র ডিলার স,ম গোলাম সরোয়ারের চাল বিক্রি প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা জাহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ পারভিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভাধীন ওএমএস'র ডিলার শহীদ আলী, নরেন্দ্র নাথ ঘোষ, ব্যবসায়ী নজরুল ইসলাম সহ উপকারভোগী নিন্ম আয়ের মানুষ।
চালের বাজার উর্দ্ধমুখি হওয়ায় নিন্ম আয়ের মানুষকে প্রনোদনা দিতে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
সপ্তাহে শুক্রবার- শনিবার ও সরকারি ছুটির দিন বাদে সুবিধাভোগীরা প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস সরকারের ওএমএস এর চাল বিক্রির কর্মসূচিতে বাজারে স্বাভাবিকভাবে চালের দাম কমে আসবে এই আশাবাদ ব্যক্ত করে বলেন, পৌর সভার সুবিধাভোগী নিন্ম আয়ের মানুষরা যাতে এই কর্মসূচি থেকে বঞ্চিত না হয় সে জন্য সংশ্লিষ্ট ডিলার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারির উপর গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]