কলারোয়ায় ৫জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার পৃথক স্থান থেকে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (৩৩), কেঁড়াগাছি গ্রামের খায়রুল আলমের পুত্র আজিজুল ইসলাম (৪৮), গাড়াখালী গ্রামের আবুল হোসেনের পুত্র মিজানুর রহমান, বাকসা গ্রামের আব্দুল বারীর পুত্র সাইফুল ইসলাম (২৪) ও কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র শেখ বিল্লাল হোসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, আটকদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]