কলারোয়ায় ওয়ার্কাস পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮অক্টোবর) সকাল ১০ টায় সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্কস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও তালা- কলারোয়া সংসদ সদস্য কমরেড এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
বক্তব্যে তিনি বলেন, কৃষক, খেতমজুর, শ্রমিক সহ গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু করার দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনকে আরো গতিশীল করতে হবে।
তিনি আরে বলেন, দূর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে গণঅধিকার বাস্তবায়নে সকল শ্রমজীবি মানুষকে এক হয়ে কাজ করার আহবান জানান।
উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক কমরেড এড.ফাহিমুল হক কিসলু।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির নেতা সন্তোষ কুমার পাল, সহকারী অধ্যাপক আবুল খায়ের, ডাঃ পিযুষ কুমার, শাহনুর রহমান, মাস্টার প্রদীপ পাল, আক্তারুল ইসলাম, পুলেন্দু ষোষ সহ ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]