সাতক্ষীরার কলারোয়ায় ঢাকাস্থ নিপা ফার্মাসিউটিক্যাল ঔষধ কোম্পানীর উপজেলা বিক্রয় প্রতিনিধি (এমপিও) নিকট থেকে ৯৩ হাজার টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৭ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার বোয়ালিয়ার ফকির পাড়া মোড় হতে ভাদিয়ালী গ্রামের রাজ্জাকের মোড়গামী পাকা রাস্তার ফাঁকা মাঠের মধ্যেবর্তী এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এসময় ছিনতাইকারিরা ঔষধ কোম্পানির সেল্সম্যান মোরশেদ আলমকে রাস্তার দুই ধারের দুইদিক হতে দুটি মোটর সাইকেল এসে তাকে গতিরোধ করে তাকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে পিঠে থাকা ব্যাগ হতে টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
পরে তার ব্যবহৃত মোটর সাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টার করে কিন্তু তার আত্মচিৎকারে স্থানীয় পথচারীরা ও সীমান্ত রক্ষাকারী মাদরা ক্যাম্পের টহররত বিজিবি সদস্যরা চলে আসায় ছিনতাইকারিরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীরা জানান, প্রায়ই এই ফাকা জায়গায় টুকিটাকি দুর্ঘটনা হয়। আজকের ঘটনা নতুন নয়।
তারা আরো বলেন, আমাদের উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোরশেদ দীর্ঘদিন যাবত ধরে নিপা ঔষধ কোম্পানির এমপিও পদে চাকুরী করে। প্রতিদিনের ন্যায় মার্কটের কাজ শেষ করে আজকের বাড়ি ফেরার পথে তার কাছ থাকা কোম্পানির ৯৩ হাজার ছিনতাই হয়। এই ঘটনায় মোরশেদ আলম নিজেই বাদী হয়ে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেছে।
কলারোয়া থানার অফির্সার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ঐ এলাকার কয়েক জনের নাম করে এজাহার দায়ের হয়েছে। দায়িত্বরত পুলিশ অফিসার দিয়ে সত্য ঘটনা উদঘটনের প্রচেষ্টা অব্যহত আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]