সাতক্ষীরার কলারোয়ায় কঠোর লকডাউন অমান্য করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুই ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ।
বুধবার উপজেলার কেড়াগাছী ইউনিয়নে বিজিবির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। লকডাউন অমান্য করে এলাকার নারী পুরুষ ঠাসা ঠাসি করে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।
এদিকে করোনা সংক্রমণ হু হু করে বাড়লেও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না কেউ।
কলারোয়ায় বুধবার (৯ জুন) ৪ বছরের শিশুসহ বিভিন্ন বয়সী ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। একসাথে এত বেশি সংখ্যক শনাক্তের ঘটনা কলারোয়ায় এটিই প্রথম।
এরই মধ্যে আগামী ২১ জুন উপজেলার ১০টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। করোনার এই ঊর্ধ্বগতির সময়ে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানসহ ৫ শতাধিক প্রার্থী দল বেঁধে বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তা না হলে সংক্রমণ ঊর্ধ্বমুখী বাড়তেই থাকবে।'
বুধবার পর্যন্ত সাতক্ষীরায় চলছে লকডাউনের পঞ্চম দিন। জেলায় বুধবার হয়েছে করোনার সর্বোচ্চ ঊর্ধ্বগতি। করোনা শনাক্তের হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। আর উপসর্গে মৃত্যু হয়েছে চারজনের।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবীর জানান, 'সাতক্ষীরা তথা কলারোয়ায় করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। সেজন্য লকডাউন সফল করতে হবে। পুলিশের পক্ষ থেকে জনগণকে সচেতন করার পাশাপাশি তাদের বেপরোয়া আচরণ রুখে দেওয়া হচ্ছে। অপ্রয়োজনে যাতে কেউ ঘরের বাইরে না আসতে পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।'
কলারোয়ায় মানব পাচার মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
কলারোয়ায় দুই ইউপি সদস্য ও ১০ কৃষকের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মানব পাচার আইনে মামলা দেয়ার ঘটনায় এলাকাবাসী মামলাটি প্রত্যাহারের দাবী জানিয়ে মানববন্ধন করেছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কেঁড়াগাছি বাজারে কয়েক শতাধিক নারী ও পুরুষ ওই তাৎক্ষনিক মানববন্ধনে অংশ গ্রহন করে বলে জানা গেছে।
সেসময় তারা বলেন, কোন একটি প্রতিপক্ষ সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত ফাঁড়ির বিজিবির নায়েক আহসান হাবিবকে প্রভাবিত করে ইউপি সদস্য মহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কৃষক জহুরুল হক, ইউনুছ মন্ডল, ইমান আলী, হাসানুর, আলম হোসেন, আনারুল ও জাহাঙ্গীর হোসেনের নামে হয়রানী মুলক মামলা করান।
বক্তরা বলেন, সামনে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদ প্রার্থী মহিদুল ইসলাম, তৌহিদুল ইসলামের পক্ষে নিরহ কৃষক জহুরুল হক, ইউনুছ মন্ডল, ইমান আলী, হাসানুর, আলম হোসেন, আনারুল ও জাহাঙ্গীর হোসেন ভোটের কাজ করছেন। সেজন্য প্রতিপক্ষরা বিজিবিকে দিয়ে হয়রানী মুলক মামলা দিয়েছে।
তারা অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবী জানান।
একই সাথে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত ফাঁড়ির বিজিবির নায়েক আহসান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা ৩৩ বিজিবির সিও, টুআইসি, অপস্ অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান, তৌহিদুজ্জামান, আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম, আব্দুল আলিম, মকবুল গাজী, ফারুক হাজরা, মফি সানা, শেখ সৈয়দ আলী, সালাম, রবিন দাস, ইউসুফ গাজী, সিরাজুল ইসলাম, রেজাউল সরদার, দিদার মন্ডল, সাঈদ, আবদার, মুন্না, জয়নাল সানা, জাহানারা বেগম, মাসুরা খাতুন, আনজুয়ারা, রহিমা, সাথী, মধু, তাজমিরা, রওশনারা, শেখ আব্দুল হাকিম প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]