কলারোয়ায় কমছে করোনা আক্রান্তের হার। র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের সংখ্যা গত কয়েকদিনের মতো কমা অব্যাহত রয়েছে। ফলে সস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ।
রবিবার (১১ জুলাই) ২১ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
এদিন করোনা শনাক্তরা হলেন উপজেলার সোনাবাড়িয়ার সিরাজুল ইসলামের পুত্র সাঈদ মোড়ল (৩৮), বোয়ালিয়ার শাপলা (২৩) ও বামনালীর খাদিজা (১৭)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]