কলারোয়ায় মহামারি করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিনের ২য় ডোজ প্রদানের ৪র্থ দিনে ১৩৮ জনের দ্বিতীয় ও ৩৮ জনের প্রথম ডোজের টিকা গ্রহন করেছেন।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে বেলা ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রদানের চলমান কার্যক্রমে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ক্রীড়া
ব্যক্তিত্বসহ নানান পেশার ও বয়সের মানুষ দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন।
এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দিষ্ট বুথে ২য় ডোজের টিকা গ্রহন করেন উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী সহকারি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নাসহ নানান পেশার মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বুথ থেকে সোমবার ১৩৮জন কোভিড-১৯ ২য় ডোজের টিকা গ্রহন করেছেন। একই বুথ থেকে ৩৮ জন প্রথম ডোজের টিকা গ্রহন করেন।
টিকা গ্রহন শেষে ফিরোজ আহম্মেদ স্বপন, মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা তুলে ধরে দলমত নির্বিশেষে সরকার ঘোষিত চল্লিশোর্ধ সকল নারী- পুরুষের টিকা গ্রহন করে নিজেকে সুস্থ রাখুন ও অপরকে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার জন্য আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ভ্যাক্সিন গ্রহন করার পরামর্শ দিয়ে সকলকে মাক্স পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]