কলারোয়ায় মহামারি করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন দ্বিতীয় ডোজের অব্যাহত টিকাদান কার্যক্রমে এ পর্যন্ত ৮১৮ জন টিকা গ্রহন করেছেন।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে বেলা ৩টা পর্যন্ত ভ্যাকসিন প্রদানের চলমান কার্যক্রমে নানান পেশার ও বয়সের ২৩১ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিদৃষ্ট বুথে ২য় ডোজের টিকা গ্রহন করেছেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী্বসহ নানান পেশার মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বুথ থেকে বৃহস্পতিবার ২৩১ জন কোভিড-১৯ ২য় ডোজের টিকা গ্রহন করায় এ পর্যন্ত টিকা গ্রহনকারির সংখ্যা দাঁড়ালো ৮১৮ জন।
তিনি চল্লিশোর্ধ বেশি বয়সী সকল নারী-পুরুষকে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে নিবন্ধনপূর্বক কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহন করার জন্য আহবান জানান।
এদিকে, একই দিন বুথ থেকে ১৪ জন টিকা গ্রহন করায় প্রথম ডোজের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১৯৯ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]