সাতক্ষীরার কলারোয়ায় করোনা প্রতিরোধে উত্তরণের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করেন।
সোমবার (১৯জুলাই) বেলা ১০ টার দিকে কলারোয়া পৌর বাজারের পশুহাট মোড়ে ওই মাস্ক বিতরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-উত্তরণের কলারোয়া শাখা অফিসের ব্রাঞ্চ ম্যানেজার রিয়াজুল ইসলাম, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার সংবাদদাতা জুলফিকার আলী, উত্তরণ প্রতিনিধি মৃত্যুঞ্জয়, খোকন, নজরুল ইসলাম, গাজী তৌহিদুজ্জামান, জুয়েল, রাহুল দে, নারায়ন হরি, মিঠুন, লিলিমা খাতুন, কামরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য-উত্তরণ কলারোয়া শাখায় উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে কোভিড-১৯ প্রতিরোধে ১৪ হাজার পিস মাস্ক বিতরণ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]