কলারোয়ায় বহুল প্রত্যাশিত করোনা প্রতিষেধক হিসেবে টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর দিন সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান ও কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন করোনা প্রতিষেধক টিকা নিলেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলামসহ হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যবৃন্দ।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান বলেন, এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি মহোদয় এই করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন ও নিজে টিকা গ্রহন করে জনগনের মনে আশা ও সাহস যোগান। এরপর থেকে কলারোয়ায় ১৬৩জন করোনা নিবন্ধনকৃত ব্যক্তি টিকা গ্রহন করতে একে একে হাসপাতালে আসছেন। এ টিকাদান কার্যক্রম প্রতিদিন চলবে বিকেল ৩টা পর্যন্ত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]