কলারোয়ায় 'করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানভির আহম্মেদ সিদ্দিক, ডাক্তার হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, বেনজির হোসেন হেলাল, বিশাখা তপন সাহাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মেডিকেল অফিসার গাজী আশিক বাহার।
সভায় বক্তারা করোনা ও ওমিক্রন ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থবিধি অনুসরন পূর্বক জনসচেতনাতা বৃদ্ধির উপর গুরত্ব আরোপ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]