কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের বিরুদ্ধে টিআর, কাবিখা, কাবিটা ও এলজিএসপি'র টাকা আত্মসাৎ করার অভিযোগে বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়েছেন ওই ইউনিয়নের দুই ব্যক্তি।
উত্তর সোনাবাড়িয়া গ্রামের আফছদ্দিন গাইনের পুত্র আবুল খায়ের ও মাদরা গ্রামের আব্দুস সাত্তার মোল্যার পুত্র মেহেরুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা ত্রাণ কর্মকর্তা, ডিডিএলজি, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগপত্রের অনুলিপি দেয়া হয়েছে কলারোয়া প্রেসক্লাবেও।
লিখিত ওই অভিযোগে আবেদনকারীরা উল্লেখ করেছেন যে, সোনাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ অর্থ বছরের ৯টি প্রকল্পের সাত লক্ষ ষাট হাজার টাকা (৭,৬০,০০০/=) ও ১৫ মেট্রিক টন গম/চাউলের কাজ না করে আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম।
এ বিষয়ে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, 'প্রকল্পের কাজ না করে কি টাকা উঠানো যায়?'
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা বলেন, 'আমি এ ব্যাপারে তেমন কিছু জানিনা। জেনে তারপর জানাবো।'
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, 'সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের নামে বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সেটার আলোকে ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]