কলারোয়ার এক গরীব-অসহায় কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে ভর্তি হওয়ার সুয়োগ অর্জন করায় কলারোয়ার কৃতি সন্তান কেয়াকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই আর্থিক সহয়তা প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থী কেয়া পারভীন উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের তবিবার রহমানের কন্যা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউএনও অফিসে শিক্ষার্থী কেয়ার হাতে ৫ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও উপজেলা প্রকৌশলী নাজমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপি’র শিক্ষার্থী কেয়ার অভিভাবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]