কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (১ মে) দিনব্যাপী কৃষকের মুখে হাসি ফোটাতে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন৷
জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপুর নেতৃত্বে অর্ধ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এক কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
শামিমুজ্জামান টিপুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সংকট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছে কলারোয়া উপজেলা ছাত্রলীগ।
উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক আকিব হোসেন জয় বলেন, আমরা মুরারীকাটি, কয়লা, লাঙ্গলঝাড়া জালালাবাদসহ বিভিন্ন মাঠে সারা দিন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। উপজেলার প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সাব্বির হোসেন জুয়েল, আমিনুর রহমান, শাওন হোসেন, উজ্জ্বল মল্লিক, রানা মল্লিক, সুজন আহমেদ, নূর নবী, ওসমান গনি, নয়ন হোসেন , হৃদয় আহমেদ, নাইম হোসেন, আলিম হোসেন প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]