কলারোয়ায় ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খুলনার ডুমুরিয়া শাহপুর ক্রিকেট একাডেমীকে ৫৮রানে হারিয়েছে যশোরের এসএস ক্রিকেট একাডেমী।
শনিবার (২০মার্চ) দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কলারোয়া ক্রিকেট একাডেমীর আয়োজনে ৩২দলীয় ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যশোর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভরে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে মিরাজ ৩০ বলে ৪৭ রান, আকাশ ১৬ বলে ৩১ রান, মুস্তাফিজুর ১৯ বলে ২৮ রান ও হাসানুর ৯ বলে ৩১ রান করেন।
বোলিংয়ে ডুমুরিয়ার শাহপুরের পক্ষে দেলোয়ার ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট, রাব্বি ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট ও সুজন, আজাহার, শুভংকর, শাপলু একটি করে উইকেট লাভ করেন।
২০৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডুমুরিয়ার শাহপুর নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে শাপলু ২২ বলে ৪১ রান, পিয়ার আলী ২৩ বলে ৩৮ রান, আজাহার ও দিপ ১১ রান করেন।
বোলিংয়ে যশোরের পক্ষে মাসুম ৩টি, আবিদুল ২টি ও হাসানুর, শান্তি, মুস্তাইন ১টি করে উইকেট লাভ করেন।
ফলে যশোর এসএস ক্রিকেট একাডেমী ৫৮ রানে জয়লাভ করে।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাকিব ও সাজু হাওলাদার।
স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ ও মিরাজুল।
ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, রুস্তম আলী ও সানবিম করিম সিয়াম।
এর আগে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপ্জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের ক্রিড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, ক্রিকেট প্রেমী রাব্বি, রিসাত, প্রিন্স, তপু প্রমুখ।
২১মার্চ (রবিবার) একই মাঠে ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সকালে বেনাপোল বনাম সাতক্ষীরা ও বিকালে কালিগঞ্জ বনাম তালার মধ্য অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]