কলারোয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপজেলার সকল উপকার ভোগীর জাতীয় পরিচয় পত্র আনুসাংগিক তথ্যাদি ও ছবি যাচাই পূর্বক ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও ডিলারদেরকে নিয়ে খাদ্য বান্ধব কমিটির আয়োজনে এক মতবিনিময় ও কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১২ টার সময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহি অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ খাতুন, লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, চেয়ারম্যান আবজাল হোসেন হাবিল, চেয়ারম্যান সোহের রানা ও চেয়ারম্যান বিশাখা সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এ সময় উপজেলায় কর্মরত সকল ইউনিয়নের উদ্যেক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]