কলারোয়ায় চলতি সপ্তাহে গত ৪দিনে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্তের হার কিছুটা কমেছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪দিনে কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষা করান ১৩০জন। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছেন ২৭জন। নমুনার বিপরীতে শনাক্তের হার শতকরা প্রায় ২১ ভাগ।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫জন মহিলাসহ ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিরা হলেন কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের নুরনাহার (৪১), ট্যাপা গ্রামের আব্দুল মাজেদ (৩৬), পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের রুমানা (২৮), একই গ্রামের রুহানুল আমীন (৩৬), সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাামের আমলা মন্ডল (৫০), একই গ্রামের পারুল মন্ডল (৩২), হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রেবেকা মন্ডল (৪৫) ও চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৭)।
এদিন স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩৬জনের পরীক্ষা শেষে করোনায় আক্রান্ত ৮জন বাদে ২৮ জনের নেগেটিভ শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে এর একদিন আগে সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৫৪জনের নমুনা পরীক্ষায়ও ৮জনের করোনা শনাক্ত হয়, নেগেটিভ রিপোর্ট আসে ৪৬জনের। আর রবিবার ২৯জনের পরীক্ষাতেও পজেটিভ আসে ৮জনের। শনিবার মোট ৬জন করোনা শনাক্ত হলেও কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্টে ১১জনের মধ্যে ৩জন শনাক্ত হন। বাকী ৩জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]