কলারোয়ায় এক কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল মামুন (২৩) নামের এক যুবক আটক হয়েছে।
সে উপজেলার কেরালকাতা ইউনিয়েনের আব্দুল লতিফ এর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কাজিরহাট ব্র্যাক অফিস মোড় থেকে তাকে হাতে নাতে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সদস্যরা।
এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৬ এর সার্জেন্ট আব্বাস উদ্দিন জানান, আটককৃত আব্দুল্লাহ আল মামুন র্যাবের
উপস্থিত টের পেয়ে কাজিরহাট ব্র্যাক অফিস মোড়ের নদীতে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাবের সিপাহী আরিফ নদীতে ঝাপ দিয়ে ওই আসামীকে ধরতে
সক্ষম হয়।
এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]