কলারোয়ায় গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮আগস্ট) বিকাল ৪টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের দমদম এলাকার নজরুল সাহেবের ইট ভাটার পার্শ্ববর্তী গনপতিপুর জনৈক আব্দুল মাজেদ বিশ্বাসের জয় মুড়ির মিলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সেসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থান থেকে উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আজিবর কারিগরের পুত্র আমির হোসেন (৩০), একই গ্রামের আমিনুর কারিগরের পুত্র ইনজামুল হাসান (২২) ও রিয়াজ উদ্দিন কারিগরের পুত্র ইমরান হোসেন কারিগর (২৫)কে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশের একটি দল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]