সাতক্ষীরার কলারোয়ার গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। গাছজুড়ে মুকুল আশা জাগাচ্ছে ভালো ফলনের। আর সেই সম্ভাবনা থেকেই আম গাছে পরিচর্যায় ব্যস্তা বেড়েছে সংশ্লিষ্টদের।
শীত মৌসুম চলে যাওয়ার উপক্রম। গত ২/১ দিন রীতিমতো গরম পড়তে শুরু করেছে। পরিবেশের এমনই অবস্থায় কলারোয়া উপজেলা প্রায় সবখানে আম গাছ মুকুলে মুকুলে ছেয়ে গেছে। মৃদু বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। মুকুলের আধিক্যতা জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তার।
এ বছর উপজেলায় শীতের প্রভাব কম থাকায় আগাম মুকুল ধরেছে আম গাছে- এমনটা বলছেন আম চাষী, মৌসুমী ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। পাশাপাশি বৃষ্টিসহ আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় আমের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা।
উপজেলার বিভিন্ন এলাকার ছোট-বড় আম বাগান রয়েছে। এমনকি ফসলি জমিতেও আম গাছ রোপন করে মৌসুমী ব্যবসা করেন অনেকে। আর এ সকল আম গাছে ইতোমধ্যে মুকুল ফোটার দৃশ্য সবখানে। স্বাভাবিকভাবেই আমের মুকুল পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে আম চাষী ও বাগান মালিকদের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]