কলারোয়া উপজেলার সর্বত্র আমের মৌ মৌ গন্ধ। বেশিরভাগ আম গাছে থোকা থোকা আম ঝুলছে। আম বাজারে আসতে আর বেশি দেরি নেই। তাই পাইকার ব্যবসায়ীরা বেলতলা আমের আড়তগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন।
কলারোয়ার আশেপাশের এলাকায় গাছে গাছে শুধু আম আর আম। ফজলি, গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত, লোকনা, দুধস্বর, রানী পছন্দ, আম্রপলিসহ হরেক রকমের সুস্বাদু আম ধরেছে প্রচুর পরিমাণে ধরেছে এবার। যদিও বৃষ্টি না হয়ায় আম ঝরে পড়ে গেছে অনেক তার পরেও গাছে গাছে রয়েছে আমের বাহার। আমের পরিমাণ দেখে আম চাষি ও ব্যাপারীরাও বেজায় খুশি।
আর দু’সপ্তাহ পরেই জমে উঠবে কলারোয়ার বেলতলার সড়কের আধা-কিলোমিটার জুড়ে বেলতলার আমের হাট। শত শত শ্রমিক হয়ে উঠবে কর্মব্যস্ত। ঢাকা নোয়াখালী কুমিল্লা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানের আম ব্যবসায়ীরা বেলতলা আমের আড়তগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছে।
বেলতলার একজন আড়োতডার জানান, কলারোয়ার ১২টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকার আম আসে বেলতলা আমের আড়তগুলোতে। এ কারণে বেলতলায় দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখানে আম কিনতে আসেন।
উপজেলার পিছলাপোল গ্রামের বাগানের মালিক মোঃ শফিকুল ইসলাম জানান, বাগানগুলোতে প্রচুর আম রয়েছে। যদিও বৃষ্টি না হওয়ায় অনেক আম পড়ে গেছে। আমচাষি ও ব্যবসায়ীরা এবার লাভবান হবে বলে জানান তিনি। স্থানীয় আম ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান এবার ভালো জাতের আম গাছগুলোতে আম ধরায় এবার মোটা অংকের লাভ করবেন বলে তিনি আশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, প্রায় প্রতিটি গাছে আম ধরেছে। এছাড়া গাছে মুকুল আসার সময়ও আবহাওয়া বেশ ভালো ছিল। আম চাষিরা নিয়মিত পরিচর্যা করেছে। ফলে তারা এবার আম বিক্রি করে লাভের মুখ দেখবে বলে জানান এই কর্মকর্তা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]