কলারোয়ায় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে।
স্থানীয়রা জানায়, শনিবার (১ জানুয়ারী) বাটরা গ্রামের কৃষক মাহবুবর রহমান বিশ্বাস (৫৫) নিজ জমির খেজুর গাছ পরিস্কার করতে দুপুরের দিকে গাছে ওঠে। গাছের ডাল-পালা কেটে পরিস্কার করার একপর্যায়ে অসাবধানতা বশত নিচে থাকা এক পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসি উদ্ধার করে তাকে চিকিৎসা দিতে কলারোয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন (ইন্না..রাজেউন)।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে অবগত করলে লাশ থানা হেফাজতে রেখে তদন্তপূর্বক সন্ধ্যার পর লাশ পরিবারের সদস্যের কাছে দাফন করার জন্য হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে থানা সূত্র জানায়।
মৃত মাহবুবর বিশ্বাস বাটরা গ্রামের মৃত দিয়ানত আলী বিশ্বাসের ছেলে।
তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাত ৯ টার দিকে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে বলে স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম জানান।
মাহবুবর রহমান বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]