কলারোয়ায় ইট চুরির অপবাদে গৃহবধুর গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় প্রধান আসামী আফছার আলী লেদু(৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১২ আগষ্ট) রাতে পুলিশি অভিযানে দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত শওকত আলীর পুত্র এই মামলার প্রধান আসামী আফছার আলী লেদুকে কাশিয়াডাঙ্গা বাজার থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উপজেলার পাকুড়িয়া গ্রামের ইব্রাহীম গাজীর স্ত্রী রাশিদা খাতুনের নামে দুটি ইট চুরির অপবাদে গাছে বেঁধে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে শ্লীলতাহানি করায় ১০ আগষ্ট (মঙ্গলবার) রাতে কলারোয়া থানায় নির্যাতিতা গৃহবধু রাশিদা খাতুন বাদী হয়ে আফছার আলী লেদু ও ৬ জনোর নামেসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (৮,১০-৮-২১ইং) দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]