কলারোয়ার সোনাবাড়িয়া বাজারের সবুজ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে ৩২তম মাসিক সভা ও এক প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাক্তার আঃ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার সেলিম মোঃ সিদ্দিকী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আমানউল্লাহ আমান, এমবিবিএস, পিজিটি (সার্জারী) ও ডাঃ মেহেদী হাসান (সবুজ), এমবিবিএস, সিএমইউ (আল্ট্রা)। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা শাখার সহ.সভাপতি গ্রাম ডাক্তার আঃ ওহাব, জয়েন্ট সেক্রেটারী গ্রাম ডাক্তার মাওঃ শামীম হোসাইন শাবেতী, অর্থসম্পাদক গ্রাম ডাক্তার মুকুল হোসেন, প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার আনিছুর রহমান পলাশ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম, ৮নং কেরালকাতা ইউনিয়নের সভাপতি অলিনুর রহমান, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের সভাপতি আঃ রশিদ, ২নং জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার রেজওয়ান উল্লাহ, থানা কমিটির সদস্য আবু সাঈদ সহ প্রায় শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার সুমন চৌধুরী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]