ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় কলারোয়া উপজেলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে ওই অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনর্চাজ মীর খায়রুল কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকতার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন, বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগণ সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা, ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দূর্যোগের আগে, দূর্যোগের সময় এবং দূর্যোগের পরবর্তী করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় “যশ” সাতক্ষীরা খুলনা উপকূলে মে মাসের শেষ সপ্তাহে আঘাত হানতে পারে। এ ধরনের পূর্বাভাস দেখেই আমরা আগে থেকেই এই প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, কলারোয়ায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে। এছাড়া আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ আনসার বিজিবি ও স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]