কলারোয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনে বীরমুক্তিযোদ্ধা, ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ ১০৬ জন ব্যক্তি টিকা গ্রহন করেছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন তারা।
টিকা গ্রহণের পর কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ বলেন, নিজ উদ্যোগী হয়েই আমরা করোনার টিকা গ্রহণ করেছি। ভয়, গুজব, সংশয় নয়; নিজের সুরক্ষায় সকলের এই টিকা গ্রহণ করা উচিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ফ্রন্ট লাইনার ছাড়াও ৪০ (চল্লিশ) বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তিকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানান।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কাজী নাজমুল হাসান বলেন, চতুর্থ দিনে (বুধবার) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্র থেকে বিভিন্ন পেশার ১০৬ জন ব্যক্তির টিকা প্রদান করা হয়েছে।
ক্রমান্বয়ে টিকা গ্রহণকারী ব্যক্তির সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কোভিড- ১৯ (করোনা ভাইরাস) টিকা কার্যক্রমে নিবন্ধনকৃত ব্যক্তি টিকা গ্রহন করেছেন বলে জানা যায়। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ করোনা টিকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে ডাক্তার জিয়াউর রহমান জানান। এ ছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ৩টি টিকাদান কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২ জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন বলে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]