কলারোয়ায় ৭ নং চন্দনপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ-২২’ প্রনয়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে সোমবার (২৬ সেপ্টেম্বার) সকালে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুণ্ঠিত হয়। সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। তিনি গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। এই কার্যক্রমে নতুন ভোটার তালিকায় অর্ন্তভূক্তি, ভোটার তালিকা হতে নাম কর্তন ও ভোটার এলাকা স্থানান্তর করা যাবে বলে জানা যায়।
মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন সহ ইউপি সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস হালনাগাদ ভোটার তালিকা প্রনয়নের সফলতা আনতে দায়িত্বপ্রাপ্ত ও স্থানীয় জনপ্রতিনিধিদেরর সাথে মতবিনিময় কার্যক্রমের অংশ বলে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]