আপন ছোট চাচার ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পিছলাপোল গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুর ১টার দিকে আব্বাস আলীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ভাইপো মুস্তাফিজুর রহমান (২৮), মুস্তাফিজুরের মা ফিরোজা খাতুন (৫৫) ও স্ত্রী স্বপনা খাতুন (২২) দেশি কুড়াল, দা ও বাঁশের লাঠি দিয়ে চাচা আব্বাস আলীর বসত ঘর ভাংচুর করে। ৯৯৯ ফোনের খবর পেয়ে খোরদো পুলিশ ক্যাম্পের এসআই মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআই মামুনুর রহমান।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি আপোষ নিষ্পত্তির বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]