কলারোয়ায় চাঞ্চল্যকর গোলাম কুদ্দুসকে পিটিয়ে হত্যা মামলার আরো ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন-ই উপজেলার চন্দনপুর ইউনিয়নের গ্রামপুলিশ, স্থানীয়ভাবে যারা চৌকিদার হিসেবে পরিচিত।
উভয়ের বাড়ি ওই ইউনিয়নের হিজলদী গ্রামের ফকির পাড়ায়।
তারা হলেন- শ্রী চন্দ্র স্বর্ন দাসের পুত্র ওই মামলার ৩নং আসামি শ্রী অশোক দাস (৪০) ও মাধব দাসের পুত্র মামলার ৪নং আসামি দিলিপ দাস (৪০)।
রবিবার গ্রেপ্তারদের সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলদী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
উল্লেখ্য, গত ১৭ জুলাই তুচ্ছ ঘটনায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের দ্বারা পিটুনির শিকার হন উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের গোলাম কুদ্দুস (৪৭) ওরফে বোম্বে কুদ্দুস। পরে অসুস্থাবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান। তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী ফিরোজা থানায় মামলা (নং-২০) করেন। ওই দিনই পুলিশ মামলার ১নং ও ২নং আসামিকে আটক করেন। তারা হলেন- নিহতের প্রতিবেশি গৃহবধূ মৌসুমি খাতুন ও তার দেবর মনিরুল ইসলাম মনির।
আর ২৫ জুলাই গ্রেপ্তার হলেন দুই গ্রামপুলিশ তথা চৌকিদার।
নিহত কুদ্দুস হিজলদী ফকিরপাড়ার মৃত জোহরআলী হোসেনের ছেলে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]