কলারোয়ায় আসন্ন জন্মষ্ঠমী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধিশর চক্রর্বতী, কেঁড়াগাছির শ্রীশ্রী ব্রক্ষা হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সুনিল সাহা, উত্তম কুমার ঘোষ, রামপ্রসাদ দাস, সদানন্দ পোদ্দার, তাপস পাল, জয়দেব সাহা, ম্যানিয়েল মন্ডল, গৌরাঙ্গ সোম, রনজিৎ দত্ত, পরিমল পাল, জয় দাস, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জল দাশ, সাধারণ সম্পাদক গোপাল ঘোষ বাবু প্রমুখ।
সভায় সকলের সম্মতিক্রমে জন্মষ্টমী পালনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট উদযাপন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
এতে আহবায়ক নিত্য গোপাল রায়, কোষাধ্যক্ষ রামলাল দত্ত ও সদস্য সচিব মাস্টার উত্তম পালসহ অন্যরা রয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]