কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামে নিজের ও বঙ্গবন্ধু মহিলা কলেজের নামে দান করা জমি জবর দখল করে বসত বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে উপজেলার পাটুলিয়া গ্রামের বিশিষ্ট লেদ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের নামে।
মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী জমি দখলের অভিযোগে কলারোয়া প্রেসক্লাবে স্ব শরিরে উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলন করেন জমির মালিক ও জমি দাতা কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামের মৃত লিয়াকত আলী সরদারের পুত্র মো. ছিফাতুল্যা সরদার।
লিখিত অভিযোগে তিনি বলেন- আমি বঙ্গবন্ধু মহিলা কলেজের আজীবন দাতা সদস্য মো. ছিফাতুল্যা সরদার পিতা-মৃত লিয়াকত আলি সরদার, গ্রাম গদখালি, কলারোয়া সাতক্ষীরা।
এই মর্মে কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করিতেছি যে কলারোয়া বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক গ্রাম পাটুলিয়া কলারোয়া সাতক্ষীরা। বর্তমানে তিনি গদখালীতে বসবাস করেন। তিনি আমার ঝিকরা মৌজায় ৮১৩৪ দাগের ১১ শতক জমির মধ্য থেকে জোরপূর্বক ৪ শতক জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণ করছে। আমি নিষেধ করা সত্বেও আমার কথা শুনছে না বরং আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে এমনকি ওই জমি থেকে আমি ৬.২৫ শতক জমি বঙ্গবন্ধু মহিলা কলেজের নামে দলিল করে দেই। জমি লিখে দেওয়া সত্ত্বেও উক্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না তাই আমি নিরুপায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]