সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরধরে এক গৃহবধুকে পুকুরের পানিতে ফেলে চুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা।
এঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য ওই নারী বাদী হয়ে কলারোয়া থানায় ৫জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে,গত ৫জুলাই সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী গ্রামে। অভিযোগ সূত্রে ও ক্ষতিগ্রস্থ বিধান চৌধুরী জানান,তার বামনখালী মৌজায় ৪শতক জমি আছে। ওই জমিতে বাশের ঝাড়, বিভিন্ন প্রকার ফলজ ও কাঠ জাতীয় গাল লাগানো আছে।
এই জমির পাশে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের মধ্যে কিছু অংশ জমি রয়েছে। যা প্রতিপক্ষ সুবাশ সেন, নীলা সেন, পারুল সেন, স্বপন রায়, বাসুদেব রায় দলবদ্ধ হয়ে গত৫জুলাই সকাল সাড়ে ৮টার দিকে জোর করে বাশ-কুঞ্চির বেড়া দিয়ে ঘিরে নেয়। এসময় বিধান চৌধুরীর স্ত্রী অর্পনা চৌধুরী (৩৮) প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে অর্পনা চৌধুরীকে ধরে নিয়ে পুকুরের পানির মধ্যে ফেলে বেধড়ক মারপিট করে পানিতে চুপিয়ে হত্যার চেষ্টা করে।
এসময় বিধান চৌধুরী মা শান্তি চৌধুরী (৬৫) পুত্রবধুকে বাঁচাতে এগিয়ে তাকেও ধরে মারপিট করা হয়। এসকল ঘটনা উল্লেখ্য করে ওই গৃহবধু বাদী হয়ে ৫জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ অভিযোগ পেয়ে বুধবার সকালে হাসপাতালে ভর্তিরত অর্পনা চৌধুরীর খোজ খোবর নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]