জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে আহত হয়েছেন কাজল খাতুন নামে এক মহিলা।
শনিবার দুপুরে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
কাজল (৩৫) ওই গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
আহত মহিলাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূক্তভোগিরা জানান, কাজল খাতুন বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় পিছন থেকে একই গ্রামের জনৈক দুই ভাই লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত আহত হন। পরে স্থানীয়রা তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে খোরদো ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছিলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]