"জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. অমল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কৃষক কৃষাণী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন।
একই সাথে "কৃষিই সমৃদ্ধি " মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]