কলারোয়া পৌরসভার আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০' উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’- শীর্ষক স্লোগানে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জন্ম নিবন্ধনের গুরুত্বারোপ করে দিবসটির আলোচনা সভায় বক্তারা বলেন, 'রাষ্ট্রীয়, সামাজিক, স্থানীয় সহ বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ জরুরী। এজন্য শিশু জন্ম গ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করা প্রতিটি নাগরিকের কর্তব্য।'
এদিন সকাল ১১টার দিকে পৌরসভা থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, সন্ধ্যা রানী বর্মন, আলফাজ হোসেন, ইমদাদুল হক, আকিমুদ্দীন আকি, জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন দিলু, পৌরসভার প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাসসহ এনজিও প্রতিনিধি ও সূধিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]