কলারোয়ায় জাতীয় পর্যায়ে শাপলা কাব শিশু শিক্ষার্থী চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চুড়ান্ত পরীক্ষায় মূল্যায়নকারী হিসাবে উপস্থিত ছিলেন -মো. হায়দার আলী বাবু লিডার ট্রেইনার ও সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল,
আক্তারুজ্জামান ডি আর সি প্রোগ্রাম বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল,
মো. আবু তালেব লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউটস, দয়াময় হালদার সহকারী পরিচালক জাতীয় স্কাউটস সদর দপ্তর ঢাকা, মো. মনিরুজ্জামান সহকারী লিডার ট্রেইনার খুলনা অঞ্চল ।
মো. জাহাঙ্গীর সহকারী লিডার ট্রেনার খুলনা অঞ্চল।
উপস্থিত ছিলেন মো. ইউনুছ আলি, লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল ও কমিশনার বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা, আব্দুল মাজেদ লিডার ট্রেইনার খুলনা অঞ্চল, আবুল বাশার পল্টু সহকারী লিডার ট্রেইনার ও সম্পাদক জেলা স্কাউটস সাতক্ষীরা, মনিরুজ্জামান সহকারী লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল, স্বপন কুমার মিত্র সহকারী লিডার খুলনা অঞ্চল, মো. রুহুল আমিন সম্পাদক বাংলাদেশ স্কাউটস কলারোয়া, মো. কামাল হোসেন জেলা কাব লিডার, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ সভাপতি বাংলাদেশ স্কাউট কলারোয়া উপজেলা, তাহমিনা পারভীন লিলি (সিএএলটি সম্পন্ন) প্রমুখ।
আয়োজনে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উপজেলা কাব লিডার ও স্বাগতিক স্কুলের ইউনিট লিডার অনুপ কুমার ঘোষ।
অংশ গ্রহনকারী ইউনিট সমুহের মধ্যে কলারোয়া কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩ জন কাব শিশু, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন কাব শিশু, পাঁচ পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন কাব শিশু, পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন কাব শিশু, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন কাব শিশু।
এর আগে স্কুল, উপজেলা, জেলা ও খুলনা অঞ্চল কাব শিশু প্রতিযোগিতা অংশ গ্রহন করে এই কাব শিশুরা।
৫ ধাপের এই চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ কাব শিশুরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কাব এওয়ার্ড নেওয়ার জন্য বিবেচ্য হবে বলে জানিয়েছেন কাব মূল্যায়নকারী কর্মকর্তামো. হায়দার আলী বাবু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]