কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২' কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'সঠিক পুষ্টিতে সঠিক জীবন'-প্রতিপাদ্যে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডাক্তার আসিক আহমেদসহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষাকেন্দ্রে সচেনতা বৃদ্ধিমূলক নানান আয়োজন, কিশোর- কিশোরীদের ঘরে তৈরী পুষ্টিকর খাবার খাওয়া ও সকলকে স্বাস্থ্যববধি অনুসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, প্রচার প্রচারণা, আলোচনা সভা ও তৃণমূল পর্যায়ে বসবাসকারী মানুষদেরকে পুষ্টি খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]