সারাদেশের ন্যায় কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু ও সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল।
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এই শ্লোগানকে সামনে রেখে ২৭ জুলাই পর্যন্ত এই মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সপ্তাহ ব্যাপি উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৎস্য খামারী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীগণ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]