সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ আমান।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিল্পব, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মো. আজহারুল ইসলাম, আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মাহফুজা খানম, শিরিনা আক্তার, রিনা ঘোষসহ ক্রীড়া পরিচালক মন্ডলী।
পরে অনুষ্ঠিত ভলিবল খেলায় খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
এদিন উপজেলা পর্যায়ের বালক ও বালিকাদের অংশগ্রহনে সকল এ্যাথলেটিক্স প্রতিযোগীতা ও ভলিবল খেলা সম্পন্ন হয়।
বালিকা ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কয়লা হাইস্কুল ও রানার্সআপ হয়েছ কাজীরহাট গালর্স হাইস্কুল।
কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]