বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে ও শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে ২১ আগস্টের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরকারি কলেজ সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়নের অফিসে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম মিঠু, পৌর কমিশনার রফিকুল ইসলাম, যুবনেতা মাসুম, মাগফুর, কলারোয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিম।
উপস্থিত ছিলেন কলারোয়া শ্রমিকলীগ নেতা লাল্টু হোসেন, আতাউর রহমান, হাফিজুর রহমান, কলারোয়া উপজেলা ইজিবাইক মালিক সমিতি, ভ্যান রিক্সা ঠেলা গাড়ি সমিতি ও ওয়েল্ডিং সমিতির নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে ২১ আগষ্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনা সহ সকল আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আকবর আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]