কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আলোচনা সভা, রেলী ও জন্মদিনের কেক কাটা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রমিক লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, অধ্যাপক শেখ জাভিদ হাসান, কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম, কলারোয়া উপজেলা ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়ন, ভ্যান রিক্সা মালিক শ্রমিক ইউনিয়ন, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ নেতা মোক্তার হোসেন, লাল্টু হোসেন, বাবলু, লিয়াকত, আবদার আলী, মফিজুল, জনি, কালু, আসাদুজ্জামান, আতিয়ার প্রমুখ।
আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং সবশেষে একটি শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মন্জুরুল ইসলাম মিঠু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]