কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ফেব্রুয়ারী) বিকালে জাতীয় শ্রমিকলীগের কার্যলয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের কলারোয়া উপজেলা সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা্ এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা জাতীয় শ্রমিকলীগের কলারোয়া শাখার মেয়াদ শেষ হওয়ায় নতুন ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়। উক্ত আহবায়ক কমিটির আহবায়ক হলেন-আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক শেখ শহিদুজ্জামান মিঠু, সদস্য সচিব জাহাঙ্গীর কবির বাবলু, সদস্য পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম এর নাম ঘোষনা করা হয়।
সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু বলেন-মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা কায়েম ও বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীশন-২০৪১বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগের কলারোয়া উপজেলা শাখার পূর্ণঙ্গ কমিটি অতিদ্রুত দেয়া হবে। এজন্য সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় আহবায়ক কমিটি গঠন করা হলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]