কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
রবিবার (২ জানুয়ারী) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘মুজিব বর্ষের সফলতা' ঘরেই পাবেন সকল বার্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে র ্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদের স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সমাজকর্মী, সাংবাদিক ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার তথ্য তুলে ধরেন। এছাড়া বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধি সহ সরকারের নানান কল্যাণমুখি সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]