কলারোয়ায় ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রাপ্তজনে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কর্মকর্তা মেহেদী আল মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, সমাজসেবা দপ্তরের এফএস শেখ সাবের আলী, আলহাজ্ব আব্দুস সামাদ।
স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নূরে আলম নাহিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনজিও প্রতিনিধি মেহেদী হাসান।
অনুষ্ঠানে ৩০ জনের মধ্যে সুদমুক্ত ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের সেবামূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ বহুমূখী ভাতা প্রদান অব্যাহত রেখে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবদান রাখছেন।’
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘১১২টি উপজেলায় শতভাগ বিধবা ও বয়স্ক ভাতা চালু করেছেন সরকার। তার মধ্যে কলারোয়া উপজেলার নাম তালিকাভুক্ত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সরকারি নিয়ম নীতি মেনে কলারোয়াতে বয়স্ক ও বিধবা ভাতা প্রনয়ণ করা হবে স্বচ্ছতার সাথে। শতভাগ বলে যেন কোন প্রকার আর্থিক সংগতি আছে এমন কোন মানুষকে তালিকাভুক্ত করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে বিভাগীয় কর্মকর্তা মেহেদী আল মাসুদ বলেন, ‘বর্তমানে সরকার প্রতিটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]