কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও হাত ধোয়া দিবস-২২' উৎযাপিত হয়েছে। "হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র ্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিরুপ আবহাওয়ায় সোমবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত র ্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করে। পরিদর্শন শেষে উপজেলা চত্বরে স্বাস্থ্য সম্মত হাত ধোয়া প্রদর্শন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস বলেন, শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও স্বাস্থ্যের সুরক্ষা করতে শিশু সহ সবাইকে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করতে হবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ সকল বেসরকারী উন্নয়ন সংস্থা( এনজিও) প্রতিনিধিদের স্বাস্থ্য কার্যক্রমে আরও জনবান্ধব হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, উপজেলা আইসিটি'র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক মুজিবর রহমান, মাস্টার অনুপ কুমার ঘোষ, মাস্টার উত্তম কুমার পাল সহ দি স্যালভেশন আর্মী'র কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]